আমুদরিয়া নিউজ ডেস্কঃ ফের ২৮ জন বাঙালি মুসলিমকে বিদেশি বলে ঘোষণা করে ডিটেনশন ক্যাম্পে পাঠাল পুলিশ। মঙ্গলবার অসমের বরপেটা জেলা বিভিন্ন প্রান্ত থেকে ওই ২৮ জনকে পুলিশ সুপারের দফতরে ডেকে পাঠিয়ে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশের একটি চাপিয়ে তাদের গোয়ালপাড়া এলাকার একটি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। ওই ২৮ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ৯ জন মহিলা রয়েছেন।ওই সময় বরপেটা পুলিশ সুপারের দফতরের সামনে তাদের পরিবারের লোকজন সহ বহু মানুষের সমাগম হয়। সেখানে অনেককেই কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। বহু মানুষকে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষভ জানাতেও দেখা যায়।
অসমে এনআরসি শুরু হওয়ার পর থেকে বহু মানুষকে বিদেশি বলে ঘোষণা করে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে শুরু করে। পরবর্তীতে কাউকে কাউকে মুক্তি দিলেও বহু মানুষ ওই ক্যাম্পেই মারা গিয়েছেন। মূলত এর শিকার হয়েছেন বাঙালিরা। যাদের মধ্যে মুসলমানের সংখ্যাই বেশী। স্বাভাবিক ভাবেই এনিয়ে অসমে বসবাসকারী বাঙালিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিন ফের ২৮ জন বাঙালি মুসলিমকে বিদেশী ঘোষণা করে ডিটেনশন ক্যাম্পে পাঠালে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনে নামার হুমকি দেওয়া হয় সেখানকার একটি মুসলিম চাহত্র সংগঠনের পক্ষ থেকে। যদিও পুলিশ প্রশাসনের দাবি ফরেনার্স ট্রাইব্যুনালের নির্দেশেই ওই ২৮ জনকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে।