আমুদরিয়া নিউজ : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পরে এবার মায়াম্মারের জেল বন্দি নেত্রী অং সান সু চিকে নিয়ে তোলপাড় বিশ্ব। কারণ, সু চি-র ছেলে কিম অ্যারিস সন্দেহ করছেন, তাঁর মা বেঁচে নেই। তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তাঁর মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে আগেই এবং তাঁর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। ফলে, কিম তাঁর মা বেঁচে আছেন কি না সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এখন দেখা যাক মায়াম্মারের জুন্টা সরকার কি প্রতিক্রিয়া দেয়।