আমুদরিয়া নিউজ : কলম্বিয়ার উত্তরাঞ্চলে স্কুলবাস খাদে পড়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। জখম ২০ জন। বাসে ৪৫ জন যাত্রী ছিলেন। বাসটি ক্যারিবীয় উপকূলের শহর টোলু থেকে মেডেলিনের দিকে যাচ্ছিল। সংবাদ সংস্থা জানিয়েছে, বাসে লিসেও আনতিওকেনো হাই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষাকর্মীরা ছিলেন।