আমুদরিয়া নিউজ : যুদ্ধ বিধ্বস্ত গাজায় শান্তি ফিরলেও বিপর্যয় পিছু ছাড়ছে না বাসিন্দাদের। টানা ২৪ ঘণ্টা বৃষ্টি হয়েছে রবিবার। প্রবল শীত। তাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থা জানিয়েছে, গাজা উপত্যকায় ভারী বৃষ্টিপাতেই ১০ জনের মৃত্যু হয়েছে। প্রবল শীত এখন সেখানে। তাঁবুতে আশ্রয় নিয়েছেন হাজার হাজার বাস্তুচ্যুত প্যালেস্টাইনের পরিবার। বিশ্ব স্বাস্থ্য় সংস্থা দ্রুত গাজায় আরও সাহায্যের উপকরণ পৌঁছনোয় জোর দিয়েছে।