আমুদরিয়া নিউজ : ইন্ডিগোর উড়ান সংকটের জেরে দিল্লী ব্যবসায় ব্যাপক ক্ষতি। বুধবার দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে একাধিক ফ্লাইট বাতিল হয়েছে। এদিন দুপুর পর্যন্ত ১০০-র বেশি উড়ান বন্ধ হয়েছে। হাজার হাজার যাত্রী বিপাকে। এরকম পরিস্থিতিতে শেষ মুহূর্তে টিকিট বাতিল, দীর্ঘ দেরি এবং রুট পরিবর্তনের কারণে যাত্রীদের অসুবিধা আরও বেড়েছে। বড়সড় প্রভাব পড়েছে দিল্লির ব্যবসা-বাণিজ্যের উপরও। রাজধানীর হোটেল, পর্যটন, পরিবহন এবং পাইকারি বাজারে লেনদেন কমেছে। চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিটিআই)-র দাবি, কয়েক দিনের এই উড়ান সংকটে প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। কারণ, দিল্লী থেকে সবচেয়ে বেশী উড়ান বাতিল হয়েছে। ফলে দিল্লিতে আসতে পারেননি দেশী-বিদেশী বহু পর্যটক। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ এয়ারলাইনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। যাত্রীদের অনেকেই ক্ষতিপূরণ এবং পরিষেবা উন্নতির দাবিও তুলেছেন।