আমুদরিয়া নিউজ : ভারত চায় বাংলাদেশের প্রতিটি মানুষ যেন স্বাধীনভাবে প্রকাশ করতে পারেন। একটা সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনে একটা সরকার গঠিত হোক বাংলাদেশে। শনিবার এ কথা জানিয়েছেন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আরও জানান, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতদিন থাকবেন বা ভবিষ্যতে কী করবেন সেটা আওয়ামি লিগ নেত্রীকেই ঠিক করতে হবে। বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে জয়শঙ্কর বলেছেন, প্রতিবেশী বাংলাদেশে সৎ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি।