আমুদরিয়া নিউজ : বাংলাদেশের নারায়ণগঞ্জে মোবাইল ফোন কেনার টাকাপয়সা জোগাড় করতে নিজের বাড়িতেই ডাকাতির ভুয়া ঘটনা সাজাল তিন কিশোর। রূপগঞ্জ এলাকার ওই তিনজনের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। তারা আগে থেকেই পরিকল্পনা করে বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গহনা সরিয়ে ফেলে বাইরে লুকিয়ে রাখে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে না পেরে পুলিশের কাছে অভিযোগ জানায়। পুলিশ তদন্তে নামতেই পুরো ঘটনাটি ফাঁস হয়ে যায়।
শুক্রবার রাতে তিন কিশোরকে গ্রেপ্তার করে শনিবার জেল হাজতে পাঠানো হয়। তাদের মধ্যে একজন ষষ্ঠ শ্রেণির, একজন অষ্টম শ্রেণির এবং অন্যজন নবম শ্রেণির ছাত্র। পুলিশ জানিয়েছে, এ ধরনের ঘটনায় পরিবারকে আরও সচেতন হতে হবে। শিশুদের মোবাইল আসক্তি ও ভুল বন্ধুত্বের প্রভাব থেকেই এমন প্রবণতা বাড়ছে।