আমুদরিয়া নিউজ : দলের গোপন সিদ্ধান্ত ফাঁস হয়ে যাচ্ছে, এই সন্দেহে পাকিস্তানের জেলবন্দি নেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দলের রাজনৈতিক কমিটি ভেঙে দিলেন। তার বদলে ছোট কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি ইমরান কানের এক্স পোস্টে এই বিষয়টি জানানো হয়েছে। যা পোস্ট করেছেন পিটিআইয়ের মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম।