আমুদরিয়া নিউজ : আমেরিকার সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগের সদর দফতর হল পেন্টাগনে। সেখানে এতদিন সাংবাদিকদের প্রবেশাধিকারে তেমন কড়াকড়ি ছিল না। সম্প্রতি নতুন বিধিনিষেধ জারি হয়েছে। তার প্রতিবাদে পেন্টাগনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আমেরিকার অন্যতম জনপ্রিয় দৈনিক নিউইয়র্ক টাইমস। ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। কবে শুনানি হয় সেটাই দেখার বিষয়।
গত অক্টোবরের ওই নিষেধাজ্ঞা অনুসারে, সাংবাদিকদের একটি হলফনামায় সই করে জানাতে হবে, তাঁরা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনও তথ্য সংগ্রহ করবেন না। নিউইয়র্ক টাইমসের অভিযোগ, এই হলফনামা সাংবাদিকদের কাজ করার স্বাধীনতায় হস্তক্ষেপ করে।
পেন্টাগনের বিরুদ্ধে মামলা নিউইয়র্ক টাইমসের
Leave a Comment