আমুদরিয়া নিউজ : জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করে তাঁর বোন উজমা খান ক্ষোভে ফেটে পড়েছেন। তিনি বুধবার সাংবাদিকদের বলেছেন, মাত্র ২০ মিনিট তাঁকে কথা বলতে দেওয়া হয়েছে। তিনি জানান, ইমরানকে যেভাবে একা একটি সেলে রেখে মানসিক চাপ দেওয়া হচ্ছে তাতে তিনি ক্রুদ্ধ। ইমরানের বোনের অভিযোগ, পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির এ সব করাচ্ছেন।