আমুদরিয়া নিউজ: সংসদের শীতকালীন অধিবেশন শুরুর দিনই বিরোধীদের ‘ নৌটঙ্কি ’ বন্ধ করার কথা বলে কংগ্রেসের কড়া সমালোচনার মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অধিবেশন শুরুর আগে সোমবার সংসদের বাইরে প্রধানমন্ত্রী বলেন, “ভোটে হারার হতাশা ঝাড়ার জায়গা নয় সংসদ। নৌটঙ্কি না করে কাজকর্ম চলতে দিন।”
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের তীব্র পাল্টা দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এক্স–এ তিনি লিখেছেন, “মানুষের সমস্যার কথা না বলে আবার নাটকীয় মন্তব্য শুরু করেছেন প্রধানমন্ত্রী । গত ১১ বছরে সরকার সংসদীয় রীতি-নীতি মানেনি। দেশের প্রকৃত সমস্যাগুলো আড়াল করতেই এসব বলা হচ্ছে। তিনি বলেন, বিজেপির উচিত এখন নৌটঙ্কি বন্ধ করে মানুষের সমস্যা সংসদে তুলে ধরা।