আমুদরিয়া নিউজ: সিইও দপ্তরে ডেপুটেশন জমা দিতে এসে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু। ভোটার তালিকা সংক্রান্ত একাধিক অনিয়ম,মৃত ব্যক্তিদের নাম তালিকায় থাকা, বিভিন্ন ক্ষেত্রে বিইএলওদের উপর শাসক দলের প্রভাব,এই সমস্ত অভিযোগ জানিয়ে ডেপুটেশন। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখারও দাবি জানান। তাঁকে দেখেই ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন তৃণমূলপন্থী বিইএলও সংগঠনের সদস্যরা। পুলিশের ব্যারিকেডে বারবার ধাক্কাধাক্কি, উত্তেজনা পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়। শুভেন্দু অধিকারী ভিতরে বৈঠকে বসে থাকলেও বাইরে বিক্ষোভ চালিয়ে যান বিইএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। তাঁদের অভিযোগ, বিইএলও–দের মৃত্যু ঘটনায় দায় নিতে হবে শুভেন্দুকেই।