আমুদরিয়া নিউজ : রাজনীতিতে একটা কথা চালু আছে। এক দল থেকে আরেক দলে গেলে বলা হয, ওই দল হল ওয়াসিং মেশিন। সেখানে গেলে দুর্নীতির অভিযোগ চলে যায়। এ সব তো টিপ্পনি। এবার সত্যিসত্যিই মানুষ ধোয়ার মেশিন চলে এলে বাজারে।
জাপানের ওসাকায় ওয়ার্ল্ড এক্সপোতে সেই ওয়াশিং মেশিন দেখা গিয়েছে। সূত্র অনুসারে, পরীক্ষামূলকভাবে ‘হিউম্যান ওয়াশার ফর ফিউচার’ মেশিনটি প্রদর্শিত হয়। তা সাড়া ফেলে। এবার বিক্রির জন্য বাজারে আনা হয়েছে। হিউম্যান ওয়াশিং মেশিনটি তৈরি করেছে জাপানের নামী প্রতিষ্ঠান সায়েন্স।
এই মেশিনের ভেতর ঢুকে শুতে হবে। মেশিনের যন্ত্রের ঢাকনা বন্ধ করে দিলে পছন্দসই গানের সঙ্গে আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ধোয়া হয়ে যাবে। বলাই বাহুল্য, কাপড় ধোয়ার যন্ত্রের মতো এটায় স্পিন অপশন থাকবে না। তবে এই যন্ত্র ৫০টির বেশি তৈরি করা হবে না। একেকটির দাম প্রায় ৪ লক্ষ মার্কিন ডলার হতে পারে।
এবার বাজারে আসছে হিউম্যান ওয়াশিং মেশন
Leave a Comment