আমুদরিয়া নিউজ : প্যালেস্টাইনের গাজায় ইজরায়েল হত্যালীলা চালাচ্ছে অভিযোগে শনিবার ইউরোপের ফ্রান্স, ইতালি সহ বিভিন্ন দেশের বড় শহরে কয়েক লক্ষ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। আমেরিকার মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করা হচ্ছে কেন সেই প্রশ্ন তোলেন তাঁরা। রাষ্ট্রসঙ্ঘের আন্তর্জাতিক প্যালেস্টাইন সংহতি দিবসকে কেন্দ্র করে ওই বিক্ষোভ হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হয়েছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ পর্যন্ত উপত্যকায় ইসরায়েলি হামলায় ৭০ হাজারের বেশি প্যালেস্টাইনবাসী নিহত হয়েছেন।