আমুদরিয়া নিউজ : এবার স্বঘোষিত যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলির বিরুদ্ধে নিম্নমানের গরুর ঘি বিক্রির অভিযোগে জরিমানা করেছে আদালত। উত্তরাখণ্ডের পিথোরাগড়ের পতঞ্জলি ঘিয়ের নমুনা রাজ্য ও কেন্দ্রীয় ল্যাবরেটরিতে পরীক্ষা করানো হয়। তার ফল দেখার পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পতঞ্জলি ঘিয়ের প্রস্তুতকারক, ডিস্ট্রিবিউটার এবং খোলা বাজারের বিক্রেতাকে লক্ষাধিক টাকা জরিমানা করেছে। পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের তরফে দাবি করা হয়েছে অভিযোগ মিথ্যে ও বেআইনি।