আমুদরিয়া নিউজ : সংবিধান দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত থাকা সাংসদদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে বিজেপি নেতৃত্ব। জানা গেছে, ওইদিন সংসদে বিশেষ আলোচনায় অংশ নেওয়ার জন্য সব সাংসদকে আগে থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বহু সাংসদ উপস্থিত না থাকায় ক্ষুব্ধ হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাই যাঁরা এদিন সংসদে যাননি, তাঁদের সবাইকে শো-কজ নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর, কেন তাঁরা অনুপস্থিত ছিলেন তার লিখিত ব্যাখ্যা দিতে হবে সাংসদদের। কারণ অসন্তোষজনক হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে উপস্থিতি অত্যন্ত কম ছিল। বিশেষ করে বাংলার মাত্র চারজন সাংসদ এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে দলের ভিতরেও।
দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই কড়া পদক্ষেপ বলে জানিয়েছে বিজেপি।
Leave a Comment