আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে বড় আপডেট সামনে এল। নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের প্রায় ২৬ লাখ ভোটারের নাম ২০০২ সালের পুরনো এসআইআর ভোটার তালিকার সঙ্গে মেলেনি। মোট ৬ কোটির বেশি এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে। ২৬ লাখ ভোটারের ম্যাপিং করা যায়নি। বাকি সবার ম্যাপিং সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের এক কর্তা-ই একথা জানিয়েছেন। কমিশনের ওই কর্তা আরও জানিয়েছেন, আরও ডিজিটাইজেশন হলে এই সংখ্যা বাড়তেও পারে।
এবার প্রশ্ন, ম্যাপিং কী? সহজ কথায়, বর্তমান ভোটার তালিকার নামগুলি ২০০২ সালের সর্বশেষ এসআইআর তালিকার সঙ্গে মিলিয়ে দেখা। এটি এক ধরনের ক্রস-চেকিং, যাতে ভুল বা অসঙ্গতি ধরা পড়ে।
কমিশন বলছে, এখনও পর্যন্ত প্রায় ৯৫ শতাংশ ফর্মের ম্যাপিং সম্পন্ন হয়েছে। অন্য রাজ্যের তালিকাও এবার এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। এখন এই মানুষদের নাম কীভাবে আগের তালিকার সঙ্গে মেলানো হবে সেই নিয়ে কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে গোটা দেশ।