আমুদরিয়া নিউজ : বহু টানাপোড়েনের পর নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হলেও, তা নিয়ে শুরু হলো নতুন বিতর্ক । নতুন বিধি তৈরি করে চাকরিহারা হয়েছেন যারা তাঁদের সঙ্গে নতুন চাকরিপ্রার্থীদের পরীক্ষা নেওয়ায় সুপ্রিমকোর্টের ক্ষোভের মুখে পড়তে হলো স্কুল সার্ভিস কমিশনকে ।
আদালত জানায়, আগের রায়ে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করা হয়েছিল এবং শুধু দাগমুক্ত, চাকরিহারা প্রার্থীদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালানোর নির্দেশ ছিল। সেখানে কোথাও নতুন বিধি তৈরি করা বা নতুন প্রার্থীদের পরীক্ষা নেওয়ার কথা বলা হয়নি।
এস এস সি-কে তিরস্কার করে বিচারপতি সঞ্জয়কুমার মন্তব্য করেন, নতুন শূন্যপদ তৈরি করে নতুন প্রার্থীদের নিয়োগপ্রক্রিয়ায় আনার সিদ্ধান্ত সম্পূর্ণ এস এস সি-র, সুপ্রিম কোর্ট এমন নির্দেশ দেয়নি। আদালতের উদ্দেশ্য ছিল শুধুমাত্র যোগ্য, চাকরিহারা প্রার্থীদের সুযোগ দেওয়া।