আমুদরিয়া নিউজ : গুয়াহাটির দ্বিতীয় টেস্টে ভারত ভয়াবহ পরাজয়ের মুখে পড়লো। দক্ষিণ আফ্রিকা ভারতকে ৪০৮ রানে হারিয়ে সিরিজ ২–০ ব্যবধানে জিতে নেয়। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৮৯ রান তোলে। জবাবে ভারত খুব দ্রুত উইকেট হারিয়ে মাত্র ২০১ রানে অলআউট হয়। পরে প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে আরও রান যোগ করে বিশাল চাপ সৃষ্টি করে। ভারতের সামনে দাঁড়ায় প্রায় সাড়ে পাঁচশোর লক্ষ্য। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয় দেখা দেয়। পুরো দল মাত্র ১৪০ রানে গুটিয়ে যায়। দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার ম্যাচে ছয় উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন। ২৫ বছর পর আবার ভারতের মাটিতে একটি বিদেশি দল টেস্ট সিরিজ জিতল। এই হারের পর ভারতীয় টেস্ট দলের পারফরম্যান্স নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।