আমুদরিয়া নিউজ: আবার নতুন নিয়ম চালু করলো সিকিম সরকার। এখন থেকে সিকিমের যে এলাকায় ঘুরতে যাওয়ার জন্য কাগজে অনুমতি দেওয়া হতো, সেই জায়গায় আনা হচ্ছে ডিজিটাল ব্যবস্থা। বিশেষ করে সীমান্তের কাছাকাছি এবং উঁচু পর্যটন স্থানগুলিতে এই নতুন নিয়ম চালু হবে।রাজ্যের পর্যটন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব জানিয়েছেন, নতুন ডিজিটাল ব্যবস্থা কাগজের পারমিটের জায়গা নেবে। সিকিমকে দু’ভাগে ভাগ করে পারমিট দেওয়া হবে—রেস্ট্রিকটেড এরিয়া পারমিট এবং প্রটেকটেড এরিয়া পারমিট। যেমন লাথু লা, ছাঙ্গু লেক, লাচেন, লাচুং ও জুলুকে যেতে হলে এবার কিউআর কোড ভিত্তিক পারমিট লাগবে।