আমুদরিয়া নিউজ : নির্বাচন কমিশন গতকাল মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছে। কমিশনের সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছিল তৃণমূল। তাই কবে তাদের সঙ্গে দেখা করবে, তা জানিয়েই তৃণমূলনেত্রীকে চিঠি দিল কমিশন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দু’বার চিঠি দিয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। দুই বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনা এবং প্রশাসনিক প্রস্তুতির অভাবের বিষয় তুলে ধরে তিনি এসআইআর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার আবেদন জানান। তাতেই সিলমোহর মিলেছে। কমিশন এখন তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে এই পুরো বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছে। সেখানে জানানো হয়েছে, তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল আগামী ২৮ নভেম্বর সকাল ১১টায় দিল্লিতে কমিশনের সদর দফতরে গিয়ে বৈঠকে বসতে পারেন। শুধু তা-ই নয়, প্রতিনিধি দলে কে কে থাকবেন তাঁদের নাম জানাতেও বলা হয়েছে তৃণমূলকে। এবার কমিশনের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর অসন্তোষ কিছুটা ফিকে হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।