আমুদরিয়া নিউজ: কলকাতা ও আশপাশে ভূমিকম্পের পর রাজ্য রাজনীতিতে তাপমাত্রা দ্রুত বেড়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক দিন ধরে অভিযোগ করছেন, এসআইআর প্রক্রিয়ার কারণেই রাজ্যে বিশৃঙ্খলা, আতঙ্ক এবং একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতেই শুক্রবার সকালে ভূমিকম্প হয়। আর সেই নিয়েই বিজেপির ব্যঙ্গ—তাদের প্রশ্ন, “এই কম্পনও কি এসআইআর-এর জন্য?”
বিজেপির দাবি, তৃণমূল ইচ্ছাকৃতভাবে এসআইআর থামাতে চাইছে, কারণ ভোটব্যাঙ্ক ধরে রাখতে ‘অবৈধ ভোটার’ রক্ষা প্রয়োজন। তৃণমূলের পাল্টা দাবি, এসআইআর-এর চাপেই ইতিমধ্যেই অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুই বিউথ লেভেল অফিসারও রয়েছেন। মমতার অভিযোগ, কোনও প্রস্তুতি ছাড়াই কর্মীদের ওপর অতিরিক্ত চাপ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভূমিকম্পের সঙ্গে তাল মিলিয়ে রাজনীতিও কেঁপে উঠেছে।