আমুদরিয়া নিউজ : জয়পুরের একটি বেসরকারি স্কুলে মাত্র ৯ বছর বয়সী এক ছাত্রী চতুর্থ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে সহপাঠীদের হাতে সে হয়রানির শিকার হচ্ছিল। পরিবার জানিয়েছে, মেয়েটি অন্তত দু’বার শিক্ষকদের কাছে অভিযোগ জানিয়েছিল। কিন্তু শিক্ষকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেননি বলে অভিযোগ। এতে মেয়েটির মানসিক চাপ আরও বাড়তে থাকে। ঘটনার দিন স্কুল ভবনের নিচে তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে রক্ত না থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে, যা পুলিশকে আরও গভীর তদন্তে নেমে পড়তে বাধ্য করেছে। শিক্ষা দপ্তরও আলাদা তদন্ত শুরু করেছে। পরিবার ও স্থানীয়রা স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং ন্যায়বিচারের দাবি তুলেছেন।