আমুদরিয়া নিউজ : আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ঢাকার মোহাম্মদপুর, তেজকুনিপাড়া, মিরপুর, গুলশান ও পুরান ঢাকায় মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে। কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হলেও ব্যাপক ভীতি সৃষ্টি করে। কলকাতা ও তার উপকণ্ঠেও কম্পন অনুভূত হয়েছে। । উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় ভূমিকম্প। সবথেকে বেশি কম্পন বোঝা গিয়েছে বহুতলগুলিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদী জেলা।
নরসিংদী বাংলাদেশের পূর্ব-মধ্যাঞ্চলের একটি সমতল ও নদীবাহিত জেলা। এর পাশাপাশি কলকাতায় ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই বহু মানুষ বহুতল থেকে নিচে নেমে আসেন। বিশেষজ্ঞরা বলছেন, রিখটার স্কেলে এর মাত্রা যদি ৬ এর বেশি হতো, তাহলে তা প্রবল বিপর্যয় ডেকে আনতে পারতো। কলকাতা শহর নরম পলিমাটির উপর অবস্থিত। মাটির নিচে আন্দোলন হলে টলে যেতে পারে উপরের বহুতলগুলি। ফলে ঘিঞ্জি এলাকায় বিপদ বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, উত্তরবঙ্গও রয়েছে ঝুঁকির মধ্যেই। উত্তরবঙ্গেরও বিভিন্ন এলাকায় ভুমিকম্প অনুভুত হয়েছে। পাহাড়ের বুকে হোটেল, গাছ কাটার জেরে বিপদের মুখে রয়েছে দার্জিলিং, কালিম্পং সহ গোটা উত্তরবঙ্গই। এখনও তেমন ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও, এই ভূমিকম্পকে একটা ওয়ার্নিং বেল হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।