আমুদরিয়া নিউজ : কদিন ধরে প্রবল বৃষ্টি হয়েছে ইন্দোনেশিয়ায়। অতিবৃষ্টির কারণে দুটি এলাকায় ধসে চাপা পড়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। শতাধিক বাসিন্দা নিখোঁজ হয়েছেন। এখনও উদ্ধার অভিযান চলছে। সে দেশের সংবাদ সংস্থার খবর অনুসারে, মধ্য জাভা প্রদেশের দক্ষিণ উপকূলে চিলাচাপ রিজেন্সির চিবেউইং গ্রামে এক ডজনের মতো বাড়ি ভূমিধসে চাপা পড়েছে।