আমুদরিয়া নিউজ: গোপন সূত্রের খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে নারায়ণপুরের আকাঙ্ক্ষা মোড়ে একটি গাড়ির ডিকি থেকে প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করে এসটিএফ। গাড়িটি বাজেয়াপ্ত করে এবং দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে—এদের মধ্যে একজন গাড়ির মালিক। বীরভূম থেকে গাড়িটি আসছিল বলে অনুমান তদন্তকারীদের।