এমনই হাড়হিম দৃশ্য দেখলেন শিলিগুড়ির উপকণ্ঠের নরেশ মোড় এলাকার বাসিন্দারা। বৈকুণ্ঠপুর বনাঞ্চলের কিনারে একটি গাছে সকালে দেখা যায় এক ব্যক্তির দেহ ঝুলছে। অদূরে সাহু নদীতে পড়ে আছে তাঁর স্ত্রী গলাকাটা দেহ। এটি জোড়া খুন নাকি স্বামী স্ত্রীকে মেরে আত্মঘাতী হয়েছেন তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ঝুলন্ত দেহ যাঁর মিলেছে তাঁর নাম তপন। তাঁর স্ত্রীর গলাকাটা দেহ মিলেছে কাছেই। শিলিগুড়ি পুলিশের ডিসি জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে।