আমুদরিয়া নিউজ ডেস্কঃ শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ৫৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘ভারত থেকে তীর্থযাত্রী দল পাকিস্তানে গিয়েছিল। সেখানে ছিলেন পাঞ্জাবের কাপুরথালা জেলার ৫২ বছর বয়সী সরবজিৎ কর। সেখানে গিয়ে তিনি নিখোঁজ হন। তা নিয়ে দু দেশে হইচই পড়ে যায়। পরে জানা যায়, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় এক যুবককে বিয়ে করেছেন। সরবজিৎ কর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাঁর নাম হয়েছে নূর হুসেইন। তিনি শেখুপুরার বাসিন্দা নাসির হুসেন নামের এক যুবককে বিয়ে করেছেন। সরবজিতের আগে ভারতের কার্নেল সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছিল। সেই দাম্পত্যের দুটি সন্তান রয়েছে। পরে তাদের বিচ্ছেদ হয়। তাঁর স্বামী ইংল্যান্ডে থাকেন।