আমুদরিয়া নিউজ : গ্যারাজে বাইক সারিয়ে ৩০০ টাকা দেননি এক যুবক। তার পরে ফের বাইক খারাপ হলে তিনি অন্য এক জায়গায় সারান। সে খবর পেয়ে ওই যুবককে ডেকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে এক গ্যারাজ মালিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বাগনানের ঘটনা। পুলিশ জানায, মৃতের নাম আব্দুর রহমান (৩০)। তিনি বাগনানের বাইনান গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাওয়াল এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকেই পলাতক চার অভিযুক্ত।