আমুদরিয়া নিউজ : এবার এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে জলপাইগুড়িতে। রাজগঞ্জের কামারভিটা এলাকায় ভুবনচন্দ্র রায় নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ মিলেছে। পরিবারের দাবি, মেয়ের এনুমারেশন ফর্ম না পাওয়ায় তিনি খুব চিন্তায় ছিলেন। মেয়ের বিয়ে হয়েছে। কিন্তু, তিনি বাবার বাড়ির ঠিকানায় ভোট দেন। বাড়ির অন্য সবার ফর্ম এলেও মেয়ের ফর্ম নেই। সেই দুশ্চিন্তা থেকেই ভুবনচন্দ্র আত্মহত্যা করেছেন বলে পরিবারের অভিযোগ।