আমুদরিয়া নিউজ : যে বিএলও বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন এনুমারেশন ফর্ম, তিনি হলেন তৃণমূলের একটি সংগঠনের জেলা সভাপতি। তাতেই বিএলও-র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস জানিয়েছে, এটা প্রশাসনের দেখার বিষয়। বিএলও আশিস মন্ডল বলেন, আমি অগস্ট মাস নাগাদ বিএলও হিসাবে নিযুক্ত হয়েছি। চলতি মাসের ৮ তারিখে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা সভাপতির পদ পেয়েছি। বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি। মালদার ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ১০১ নম্বর বুথের বিএলও হিসাবে নিযুক্ত হয়েছেন আশিস মন্ডল।