আমুদরিয়া নিউজ : শিলিগুড়িতে এসআইআর–সংক্রান্ত আতঙ্কে এক ৬০ বছরের বৃদ্ধ ভুবন চন্দ্র রায়ের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জলপাইগুড়ি রাজগঞ্জের আমবাড়ির কামারভিটার বাসিন্দা ওই বৃদ্ধ। পরিবারের দাবি, কয়েক দিন ধরেই তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। বাড়িতে এনিউমারেশন ফর্ম আসার পর দেখা যায় তার মেয়ের নাম নথিতে নেই। এই বিষয়টি নিয়েই ভুবনবাবু অত্যন্ত ভীত ও চিন্তিত হয়ে পড়েন। পরিবার বহুবার তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি ভয় কাটাতে পারেননি। ঘটনাচক্রে তিনি গত কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন। শনিবার সকালে বাড়ির পাশের মাঠে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়দের মতে, এসআইআর নিয়ে এলাকায় যে অস্বস্তি তৈরি হয়েছে, তারই প্রভাবে তিনি মানসিক চাপে ভুগছিলেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবার এখন চূড়ান্ত শোকের মধ্যে রয়েছে।