আমুদরিয়া নিউজ : দিল্লিতে লালকেল্লার অদূরে বিস্ফোরণের ঘটনায় গাড়ি থেকে যে দেহাংশ মিলেছে তার সঙ্গে পুলওয়ামার বাসিন্দা ডাক্তার উমর নবির মায়ের ডিএনএ মিলে গিয়েছে বলে গোয়েন্দাদের দাবি। ফলে, গাড়ির চালকের আসনে যে ডক্টর উমরই বসেছিলেন সেই ব্যাপারে পুলিশ নিশ্চিত হয়েছে। এবং এলাকার ২৫টি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে গোয়েন্দারা নিশ্চিত যে দিল্লির আল ফালহা মেডিক্যাল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উমর নবিই আত্মঘাতী জঙ্গি। ১৯৮৯ সালের ২৪ ফেব্রুয়ারি কাশ্মীরে জন্ম উমর নবির। সেখানে মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস করে এমডি করেন। তার পরে কিছুদিন সেখানে কাজ করে দিল্লিতে মেডিক্যাল কলেজে যোগ দেন। গোয়েন্দারা নবির মা ও ভাইকে আটক করে জেরা করচে। নবির বাবা মানসিক ভারসাম্যহীন।