আমুদরিয়া নিউজ: মঙ্গলবার আজারবাইজান থেকে ওড়ার পরে তুরস্কের একটি সেনা বিমান জর্জিয়ায় ভেঙে পড়েছে। তাতে অন্তত ২০ জন সেনা ছিলেন। তুরস্কের সরকারি সূত্র বলেছে, সি–১৩০ সামরিক বিমানটি মালবোঝাই ছিল। তাতে ২০ জন ছিলেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, সেটি আকাশে পাক খেয়ে মাটিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।