আমুদরিয়া নিউজ: তুরস্কের প্রধান শহর ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে ২৪৩০ বছর পর্যন্ত জেলের সাজা দেওয়ার আর্জি জানিয়েছেন সরকারি উকিলরা। এই মেয়র একরেম তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী। তুরস্কের বৃহত্তম বিরোধী দল সিএইচপির নেতা একরেম। সিআইচপির অভিযোগ, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) ২০২৪ সালের স্থানীয় নির্বাচনে হেরেছে। তার পরেই মিথ্যে অভিযোগে একরেমকে গ্রেফতার করেছে। মিডল ইস্ট আই সংবাদ সংস্থা জানিয়েছে, একরেমের বিরুদ্ধে অপরাধী চক্র পরিচালনা, ঘুষ, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং, চাঁদাবাজি ও দরপত্র জালিয়াতিসহ নানা গুরুতর অভিযোগ আনা হয়েছে। তাঁকে গত ১৯ মার্চ গ্রেপ্তার করা হয়েছিল।