আমুদরিয়া নিউজ : তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিশেষ নিবিড় পুনর্মূল্যায়ন বা SIR প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের কাজ চলতে থাকবে। আদালত স্পষ্ট করেছে, এই প্রক্রিয়ায় কোনও বাধা দেওয়া যাবে না। তৃণমূল সাংসদ দোলা সেন ও মালা রায়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, ভোটার তালিকা সংশোধনের কাজ তড়িঘড়ি করে করা হচ্ছে এবং এতে বহু মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই বিষয় নিয়ে রাজ্যের বিভিন্ন হাই কোর্টে যে সব মামলা চলছিল, সেগুলি আপাতত স্থগিত রাখতে হবে এবং সব বিষয় একত্রে সুপ্রিম কোর্টেই শুনানি হবে। ফলে এখন রাজ্য নির্বাচন কমিশন নির্ধারিত সময় অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজ চালিয়ে যেতে পারবে। আদালতের এই নির্দেশে আপাতত কমিশনের স্বস্তি মিললেও তৃণমূল জানিয়েছে, তারা তাঁদের উদ্বেগ আদালতের সামনেই তুলে ধরবে।