আমুদরিয়া নিউজ : প্রায় তিন বছর পর জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাই মাসে তাঁকে গ্রেপ্তার করেছিল ইডি। তারপর থেকেই তিনি জেলবন্দি ছিলেন। মঙ্গলবার বিশেষ সিবিআই আদালত তাঁর জামিন মঞ্জুর করে। আদালতের বক্তব্য, মামলার তদন্ত অনেকদূর এগিয়েছে, তাই এই পর্যায়ে দীর্ঘদিন জেলে রাখা ন্যায্য নয়। জানা গেছে, সব সাক্ষীর বয়ানও রেকর্ড হয়ে গেছে। পার্থবাবুর আইনজীবীরা দাবি করেন, তিনি তদন্তে সহযোগিতা করেছেন এবং বয়সজনিত কারণে অসুস্থ। দীর্ঘদিন পর তাঁর মুক্তিতে রাজনৈতিক মহলে আলোড়ন শুরু হয়েছে। কেউ বলছেন, এটি আইনি প্রক্রিয়ার স্বাভাবিক ফল, আবার কেউ একে রাজনৈতিক প্রভাবের ফল বলছেন। বুধবার বিকেলেই তিনি প্রেসিডেন্সি জেল থেকে মুক্তি পাবেন বলে জানা গেছে।