আমুদরিয়া নিউজ : যে বা যারা দিল্লিতে বিস্ফোরণের ষড়যন্ত্র যুক্ত তাদের প্রত্যেককে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভুটানের রাজার জন্মদিনের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছন তিনি। ভুটানের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় যুক্ত কেউ ছাড় পাবে না। তিনি জানান, যাঁরা ওই ঘটনায় নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের যন্ত্রণা তিনি অনুভব করছেন। পুরো দেশ তাঁদের পাশে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।