আমুদরিয়া নিউজ : পশ্চিম আফ্রিকার মালিতে এখন সেনা শাসন চলছে। সেখানে অপরাধ চক্র, জঙ্গিদের একাদিক দল সক্রিয়। তাদের সামলা দিতে হিমশিম সেনা। এরই মধ্যে সেখানে কাজ করতে যাওয়া ৫ জন ভারতীয় নাগরিককে গত ৬ নভেম্বর সন্দেহভাজন জঙ্গিরা অপহরণ করেছে। সেই খবর পেয়েই ভারতের পক্ষ থেকে তাঁদের উদ্ধার করতে তৎপরতা শুরু হয়েছে। মালির ভারতীয় দূতাবাসের বিবৃতিতে বলেছে, অপহৃতদের উদ্ধারের জন্য বিদেশমন্ত্রক মালির প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করছে।