আমুদরিয়া নিউজ : পূর্ব বর্ধমান জেলার মেমারী ব্লক-২ এলাকার বুথ লেভেল অফিসার (বিএলও) নমিতা হাঁসদা (৫০) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। জানা গেছে, শনিবার গভীর রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকেরা দ্রুত তাঁকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, সাম্প্রতিক ভোটের বিশেষ পুনর্বিবেচনা বা “এসআইআর” প্রক্রিয়া ঘিরে প্রচণ্ড কাজের চাপেই এই দুর্ঘটনা ঘটে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রচুর ফর্ম বিলি ও সংগ্রহের দায়িত্বে তিনি মানসিকভাবে চাপে ছিলেন। প্রশাসনের এক আধিকারিক অবশ্য জানিয়েছেন, মৃত্যুর কারণ পুরোপুরি চিকিৎসাজনিত, কাজের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই। অন্যদিকে, বিএলও সংগঠন “ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চ” দাবি করেছে, নমিতার পরিবারকে ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে হবে এবং বিএলওদের কাজের পরিবেশ উন্নত করা প্রয়োজন।