আমুদরিয়া নিউজ : হজে কতজনকে যাওয়ার অনুমতি দেওয়া হবে তা নিয়ে সৌদি আরবের সঙ্গে ভারতের চুক্তি হয়েছে। জেড্ডায় চুক্তি সই হয়েছে। দ্বিপাক্ষিক হজ চুক্তিতে সই করেছেন ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজেজু। সূত্র অনুসারে, ২০২৬ সালে ভারত থেকে মোট ১ লক্ষ ৭৫ হাজার ২৫ জন হজ করতে যেতে পারবেন। ৭ নভেম্বর থেকে তিনদিন সৌদি আরবে সফর করেন রিজেজু। গত রবিবার সৌদির হজ এবং উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফৌজান আল রাবিয়ার সঙ্গে বৈঠকের পরে দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে।