আমুদরিয়া নিউজ : সুদানে গণহত্যার প্রমাণ লোপাট করতে শয়েশয়ে দেহ গণকবরে পুঁতে ফেলা হয়েছে বলে সন্দেহ করছে ডাক্তারদের একটি সংগঠন। সুদান ডক্টরস নেটওয়ার্ক অভিযোগ করেছে, আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দারফুর এলাকায় গণহত্যার প্রমাণ গোপন করার জন্য মৃতদেহ পুড়িয়েছে। কোথাও গণকবরে পুঁতে রাখা হয়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে গত ২৬শে অক্টোবর শহরটি রক্তাক্তভাবে দখলের পর আধা সামরিক বাহিনী সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের এল-ফাশারের রাস্তা থেকে শত শত মৃতদেহ সংগ্রহ করছে। তবে ডক্টরস নেটওয়ার্ক বলেছে, এই অপরাধ “গোপন বা পুড়িয়ে” মুছে ফেলা যাবে না।