আমুদরিয়া নিউজ : হুগলির শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে শুরু হল নতুন ক্যান্সার ইউনিট। শুক্রবার এই ইউনিটের উদ্বোধন করেন ২২ জন ক্যান্সার জয়ী মানুষ, যারা এই হাসপাতালেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। অনুষ্ঠানে তাঁদের সম্মান জানানো হয়। হাসপাতালের সম্পাদক ডা. অনিল সাহা বলেন, “১৯৯৭ সাল থেকে আমরা ক্যান্সার চিকিৎসা করছি, তবে এবারই প্রথম আলাদা ওয়ার্ড চালু হল।” সহ-সম্পাদক শিল্পী ঘোষ জানান, “২০১২ সালে হাসপাতালেই ক্যান্সার চিকিৎসার ধারা শুরু হয়, আজ নতুন ওয়ার্ড খোলায় আমরা গর্বিত।” চিকিৎসক শ্যামসুন্দর অধিকারী বলেন, ভবিষ্যতে রেডিয়েশন থেরাপির মতো আধুনিক চিকিৎসা ব্যবস্থা চালু করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষের আশা, নতুন ইউনিট চালুর ফলে আরও বেশি মানুষ স্বল্প খরচে চিকিৎসা পাবেন। ক্যান্সার জয়ীরা বলেন, তাঁদের মতো অনেক রোগীর জীবনে নতুন আশা জাগাবে এই উদ্যোগ।