আমুদরিয়া নিউজ : নিউ ইয়র্কের রাজনীতিতে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। জোহরান মামদানি ৩৫ বছরের কম বয়সী ভোটারদের মধ্যে প্রায় ষাট শতাংশ সমর্থন নিয়ে মেয়র নির্বাচনে বিপ্লবী জয়লাভ করেছেন। তিনি ঘরে ঘরে গিয়ে তরুণদের কাছে পৌঁছেছেন। সোশ্যাল মিডিয়ায় কার্যকরভাবে প্রচারণা চালিয়েছেন। নির্বাচনী ইস্তেহারে তাঁর দেওয়া প্রতিশ্রুতির মধ্যে ছিল ভাড়া স্থগিত করা, শ্রমিকদের মজুরি বাড়ানো, আর সাধারণ মানুষের জন্য শহর পরিচালিত মুদি দোকান খোলা। আর তাতেই বাজিমাত করেছেন মামদানি। বিশ্লেষকদের মতে, মামদানির এই উত্থান মার্কিন রাজনীতিতে নতুন দিক দেখাতে পারে। অভিবাসী পরিবারের সন্তান হয়েও নিজের পরিশ্রমে আমেরিকার রাজনীতিতে জায়গা করে নেওয়ায় তাঁকে তরুণ প্রজন্মের ‘নতুন কণ্ঠস্বর’ বলা হচ্ছে।