আমুদরিয়া নিউজ: ভারত-পাক সংঘর্ষে দুই দেশের ৮টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। শুধু তাই নয় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ তিনিই থামিয়েছেন বলে আরও একবার দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মিয়ামিতে একটি বাণিজ্য ফোরামের অনুষ্ঠানে অংশ নেন ট্রাম্প। সেখানে বলেন, বাণিজ্যে চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েই দুই দেশকে যুদ্ধ থেকে নিরস্ত করেন তিনি। ট্রাম্প বলেন, ‘‘তখন আমি ভারত ও পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্যচুক্তির মাঝামাঝি ছিলাম। তার পর আমি সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় পড়লাম, তাদের মধ্যে যুদ্ধ বেধে গিয়েছে! সাতটি বিমান গুলি করে নামানো হয়, আর একটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। আদতে আটটি বিমানই গুলি করে নামানো হয়। আমি বলেছিলাম, তোমরা সংঘর্ষবিরতিতে রাজি না হলে, আমি তোমাদের সঙ্গে কোনও বাণিজ্যচুক্তি করব না।’’ এর পরেই দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয় বলে মার্কিন প্রেসিডেন্টের দাবি। যদিও ট্রাম্পের এই দাবি নিয়ে নতুন করে এখনও মুখ খোলেনি ভারত বা পাকিস্তান।