আমুদরিয়া নিউজ: টেক অফের পরই আমেরিকার কেন্টাকিতে ভেঙে পড়ল বিমান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত সাত জনের। জখম হয়েছেন ১১ জন। স্থানীয় সময় অনুসারে, মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ কেন্টাকির লুইভিল শহরে মুহাম্মদ আলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল কার্গো বিমানটি। রানওয়ে ছাড়ার পরই সেটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে। দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কয়েকটি বাড়িও। কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার পর লুইভিল বিমানবন্দর সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।