আমুদরিয়া নিউজ: এসআইআর আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ। হাওড়ার উলুবেড়িয়ার ঘটনা। মৃতের নাম জাহির মাল (৩০)। তিনি দিনমজুরের কাজ করতেন। সূত্রের খবর, নথিতে নামের বানান ভুল থাকায় আতঙ্কে ভুগছিলেন যুবক। মঙ্গলবার ঘর থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কেই নাকি আত্মঘাতী হয়েছেন ওই যুবক। এ নিয়ে রাজ্যে ‘এসআইআর-আতঙ্কে’ পঞ্চম মৃত্যুর অভিযোগ উঠল।