আমুদরিয়া নিউজ: ক্ষমতায় এলেই মহিলাদের অ্যাকাউন্টে ৩০,০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে। বিহার ভোটের প্রথম দফার প্রচার শেষ হওয়ার মুখে মঙ্গলবার ঘোষণা করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মই বহিন যোজনা’। তেজস্বীর ঘোষণা, আগামী বছর মকরসংক্রান্তির দিন (১৪ জানুয়ারি) ওই আর্থিক সাহায্য উপভোক্তাদের কাছে পৌঁছে যাবে। তেজস্বী এ-ও জানিয়েছেন যে, তাঁর নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে ধানচাষিদের কুইন্টাল পিছু ধানের জন্য ৩০০ টাকা এবং গমচাষিদের কুইন্টাল পিছু গমের জন্য ৪০০ টাকা ন্যায্য সহায়ক মূল্য (এমএসপি) দেওয়া হবে। আরজেডির ইস্তেহারে মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা করে অনুদানের কথা ঘোষণা করাই হয়েছিল। তেজস্বীর বক্তব্য, মা-বোনদের চাহিদার কথা মাথায় রেখেই আগামী বছর ১৪ জানুয়ারি গোটা বছরের প্রাপ্য ৩০ হাজার টাকা একবারে দেওয়া হবে।