আমুদরিয়া নিউজ: দীর্ঘ সাত বছর পর তৃণমূলে প্রত্যাবর্তন করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। সোমবার তৃণমূল ভবনে অরূপ বিশ্বাস ও সুব্রত বক্সির হাত থেকে দলীয় পতাকা নেন দু’জনে। যোগদানের পর শোভন বলেন, ‘‘আমার ধমনী, শিরা সবটাই তৃণমূলের। এটাই আমার ঘর, এটাই আমার সংসার। আমার কাজ হবে দলকে আরও শক্তিশালী করা।’’ এককালে মমতার অন্যতম ভরসার সহযোদ্ধা ছিলেন শোভন। ২০১৮ সালে মেয়র পদ ও মন্ত্রিত্ব ছেড়ে দূরে সরে গিয়েছিলেন তৃণমূল থেকে। পরে যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু, পদ্ম শিবিরে খুব বেশিদিন থাকেনননি শোভন। নানা টানাপোড়েনের পর ফের নিজের পুরনো ‘পরিবারে’ ফিরলেন তিনি।