আমুদরিয়া নিউজ: কীভাবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ করতে হবে তা জানতে রাজ্য জুড়ে শুরু বিএলওদের প্রশিক্ষণ। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় চলবে এই কর্মসূচি। এরপরই ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। নির্বাচন কমিশন সূত্রে খবর, এ বছর মোট ৮০,৬৮১ বিএলও-কে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে মূলত BLO অ্যাপ, এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য, লগ-ইন সিস্টেম এবং এনিউমারেশন ফর্ম সম্পর্কে বিস্তারিত জানানো হবে। BLO-দের হাতে তুলে দেওয়া হবে পরিচয়পত্র-সহ বিশেষ কিট ও ক্যাপ। ভবিষ্যতের বুথ র্যাশনালাইজেশনের কথা মাথায় রেখে আরও ১৪,০০০ BLO-র তালিকা প্রস্তুত রাখা হয়েছে।